Question:তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল।প্রত্যেকে কত টাকা করে দিল?
(কলা=১০ টাকা), (কমলা= ১২ টাকা), (আম= ২৫ টাকা)
Answer ৬টি কলার মূল্য (১০ x ৬) টাকা = ৬০ টাকা
৩টি কমলার মূল্য (১২ x ৩) টাকা = ৩৬ টাকা
৯টি আমের মূল্য (২৫ x ৯) টাকা = ২২৫ টাকা
`:.` ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আমের মোট মূল্য (৬০+৩৬+২২৫) টাকা
= ৩২১ টাকা
মোট মূল্য ৩ জনে সমান ভাবে ভাগ করে দিলে,
প্রত্যেকে দিবে (৩২১ `-:` ৩) টাকা = ১০৭ টাকা
উত্তর: ১০৭ টাকা।