Question:একটি গ্রামে ৪০টি পরিবার বসবাস করে । প্রতি পরিবার হতে ২জন সদস্য গ্রামের উন্নয়নের জন্য কাজ করবে এই সিদ্ধান্ত নেয়া হলো । কাজের জন্য পরিবার প্রতি ১৮০ টাকা করে চাঁদা ধার্য করা হল ।
ক. মোট কতজন কাজ করবে ?
খ. ৪টি পরিবার চাঁদা না দিলে মোট কত টাকা চাঁদা উঠবে ?
গ. ৬টি পরিবার হতে সদস্য কাজ করতে না এলে কতজন কাজ করবে ?
Answer ক. মোট পরিবার ৪০টি ।
প্রতি পরিবার থেকে কাজ করে ২ জন ।
:. মোট কাজ করে = ( ৪০ `xx`২) জন = ৮০ জন ।
উত্তর: ৮০ জন ।
খ. ৪টি পরিবার চাঁদা না দিলে চাঁদা দেওয়া পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৪)টি = ৩৬টি
:. মোট চাঁদা উঠবে = (১৮০ `xx`৩৬) টাকা
= ৬৪৮০ টাকা
উত্তর: ৬৪৮০ টাকা
গ. ৬টি পরিবার থেকে কোন সদস্য না আসায় পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৬)টি = ৩৪টি
১টি পরিবার থেকে কাজ করে ২ জন
:. ৩৪ " " " (২ `xx`৩৪) " = ৬৮ জন
উত্তর: ৬৮ জন