Question:রহিম সাহেব দৈনিক আয় করেন ৩৭৫ টাকা, দৈনিক ব্যায় করেন ২৭৫ টাকা এবং বাকি টাকা তিনি সময় করেন ।
[১ মাস = ৩০ দিন এবং ১ বছর = ৩৬৫ দিন ]
ক. রহিম সাহেবের মাসিক আয় কত টাকা ?
খ. তিনি এক বছরে কত টাকা আয় করেন এবং ১ মাসে কত টাক সময় করেন ?
গ. এক সপ্তাহে তিনি কত টাকা ব্যায় করেন ?
ঘ. দৈনিক সময় হিসেবে তার বছরের সঞ্চয় কত টাকা ?
Answer ক. রহিম সাহেবের মাসিক আয় ( ৩৭৫ `xx`৩০) টাকা
= ১১২৫০ টাকা ।
খ. তিনি এক বছরে আয় করেন (১১২৫০ `xx`১২) টাকা
=১৩৫০০০ টাকা ।
তিনি দৈনিক সময় করেন (৩৭৫ `xx`২৭৫) টাকা = ১০০ টাকা
:. ১ মাসে সময় করেন (১০০ `xx`৩০) টাকা = ৩০০০ টাকা
গ. তিনি এক সপ্তাহ বা ৭ দিনে ব্যায় করেন (২৭৫ `xx`৭)টাকা
= ১৯২৫ টাকা
ঘ. এক বছরে তাঁর সময় (৩৬৫ `xx`১০০) টাকা = ৩৬৫০০ টাকা ।