Question:একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকুনি ২৫ টাকায় বিক্রি হয় । আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকুনি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবো ?
Answer সমাধান:
১টি খাতা বিক্রি হয় ১৮ টাকায়
:. ৮টি খাতা বিক্রি হয় (১৮ `xx`৪) টাকয়
= ৭২ টাকায়
১টি পেনসিল বিক্রি হয় ৮ টাকায়
:. ৮টি পেনসিল বিক্রি হয় (৮`xx`৮) টাকায়
= ৬৪ টকায়
১টি জ্যামিতি ত্রিকুনি বিক্রি হয় ২৫ টাকায়
:. ২টি জ্যামিতিক ত্রিকুনি বিক্রি হয় (২৫ `xx`২) টাকায়
= ৫০ টাকায়
সুতরাং ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোনি কিনতে লাগবে (৭২ + ৬৪ + ৫০) টাকা = ১৮৬ টাকা
জিনিসগুলো কিনে ৫০০ টাকা দিলে ফেরত পাব
(৫০০ - ১৮৬) টাকা
= ৩১৪ টাকা
উত্তর: ৩১৪ টাকা ।