Question:আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা । তিনি প্রতি মাসে বাড়িবাড়া বাবদ ৩৮০০ টাকা এবং সংসার খরচ বাবদ ৫৬৫০ টাকা ব্যায় করেন বাকি টাকা ব্যাংকে জমা রাখেন
[১ মাস = ৩০ দিন]
ক. প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট ব্যায় কত ?
খ. প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন ?
গ. ১ বছর শেষে ব্যাংকে তার জমাকৃত মোট টাকার পরিমান কত ?
ঘ. অর্ধ বছর শেষে তার বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট খরচ কত ?
Answer ক. প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট ব্যায় (৩৮০০ + ৫৬৫০) টাকা = ৯৪৫০ টাকা ।
খ. প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন (৯৮৭০ - ৯৪৫০) টাকা
= ৪২০ টাকা
গ. ১ বছর শেষে ব্যাংকে তার জমাকৃত মোট টাকার পরিমান (১২ `xx`৪২০) টাকা =৫০৪০ টাকা
ঘ. অর্ধ বছর শেষে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ তার মোট খরচ (৯৪৫০ `xx`৬) টাকা = ৫৬৭০০ টাকা