Question:৮, ০, ৬, ৫, ৭ অঙ্কগুলো লক্ষ কর । ক. প্রদত্ত অঙ্কগুলোর সবগুলো অঙ্কমাত্র একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর । ২ খ. সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ধারণ কর ? ৪ গ. সংখ্যাটির শেষে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাুটি ৩ দ্বারা বিভাজ্য হবে । ৪ 

Answer ক. ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায় । ০< ৫ <৬ <৭ <৮ কিন্তূ সর্ববামে শূন্য বসালে সংখ্যাটি পাঁচ অঙ্কের অর্থবোধক সংখ্যা হয় না । অতএব ০ বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্যসহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায় । ক্ষুদ্রতম সংখ্যাটি ৫০৬৭৮ । খ. সংখ্যাটি ৫০৬৭৮ । এখানে ৫০৬৭৮ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৮ যা জোড় সংখ্যা । :. সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য । আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ৫ + ০ + ৬ + ৭ + ৮ = ২৬; যা ৩ দ্বারা বিভাজ্য নয় । :. ক্ষুদ্রতম সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয় । গ. সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ২৬; যা ৩ দ্বারা বিভাজ্য নয় । ২৬ এর সাথে ১ যোগ করলে হয় ২৭; যা ৩ দ্বারা বিভাজ্য । :. সংখ্যাটির শেষে ১ বসালে হয় ৫০৬৭৮১; যা ৩ দ্বারা বিভাজ্য । আবার অঙ্কগুলোর যোগফল ২৬ এর সাথে ৪ যোগ করলে হয় ২৬ + ৪ = ৩০; যা ৩ দ্বারা বিভাজ্য । :. ৫০৬৭৮ এর শেষে ১, ৪, ৭ বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে । 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 1844
৮, ০, ৬, ৫, ৭ onkogulo lkh kar . ka. prodott onkogulor shobogulo onkomatro akbar babohar kare khudratmo shongkha gathn kar . ২ kh. shongkhati ৬ dara bivajojkina ta nirodharon kar ? ৪ ga. shongkhatir sheshe kon kon onko boshale shongkhaুti ৩ dara bivajojhobe . ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd