Question:ভাগ প্রক্রিয়া গ. সা. গু নির্ণয় কর ।
(২.ক) ১০৫, ১৬৫
Answer ১০৫)১৬৫(১
১০৫
-----
৬০)১০৫(১
৬০
------
৪৫)৬০(১
৪৫
-----
১৫)৪৫(৩
৪৫
------
০
শেষ ভাজক ১৫
:. ১০৫ ও ১৬৫ এর গ. সা. গু = ১৫ । (উত্তর)
+ ExplanationNot Moderatedধাপ-১ এ প্রক্রিয়া বৃহত্তর সংখ্যাকে ক্ষুদ্রতর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ।
অথাৎ বৃহ্ত্তর সংখ্যাটি হলো ভাজ্য এবং ক্ষুদ্রতর সংখ্যাটি হলো ভাজক ।
ধাপ-২ ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকে তা দ্বারা ১ম ভাজককে ভাগ করতে হবে ।
ধাপ-৩ এখন যে ভাগশেষ থাকবে তা দ্বারা প্রথম ভাগশেষ অর্থাৎ
দ্বিতীয় ভাজককে আবার ভাগ করতে হবে ।
ধাপ-৪ এভাবে ভাগ করতে করতে যে পর্যায়ে ভাগশেষ শূণ্য হয় ঐ পযার্যের ভাজাকটি
অর্থাৎ শেষ ভাজকটি অর্থাৎ শেষ ভাজকটি প্রদত্ত সংখ্যাদ্বয়ের গ. সা. গু ।