Question:. ইউক্লিডীয় পদ্ধতিতে ল. সা. গু নির্ণয় কর:
(৩.গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০
Answer ২ |৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০
-------------------------
২ |৩৩, ৫৫, ৩০, ৪০, ৪৫
-----------------------
৩| ৩৩, ৫৫, ১৫, ২০, ৪৫
----------------------
৫| ১১, ৫৫, ৫, ২০, ১৫
----------------------
১১| ১১, ১১, ১, ৪, ৩
--------------------
১, ১, ১, ৪, ৩
:. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ৩ xx ৫ xx ১১ xx ৪ xx ৩ = ৭৯২০`
+ ExplanationNot Moderatedধাপ-১ প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটিকে সাধারণ মেীলিক গুণনীয় দ্বারা ভাগ করা হয় ।
গুণনীয়কটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষ বিভাজ্য তাদের ভাগফলও এর সঙ্গে নিচে
লেখা হয় । যেগুলো বিভাজ্য নয় সেগুলোও দেখা হয় ।
ধাপ-২ নিচের সারির সংখ্যাগুলো নিয়ে ধাপ-২ অনুসরণ করতে হবে ।
ধাপ-৩ এরূপ ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন
পরস্পর সহমেীলিক হয় তখন আর ভাগ করা যাবে না ।
ধাপ-৪ সবার নিচের সারির সংখ্যাগুলো ও ভাজকগুলোর ধারাবাহিক গুণফলই নির্ণেয় ল. সা. গু ।