Question:একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈঘ্য যথাক্রমে ৬৭২ সে: মি. ও ৯৬০ সে: মি. । পাত দুটির থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্য কত হবে ? প্রতেক্য পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । 

Answer প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈঘ্যের নির্ণেয় গ. সা. গু । ভাগ প্রক্রিয়ায় ৬৭২ ও ৯৬০ এর গ. সা. গু নির্ণয় করি । ৬৭২)৯৬০(১ ৬৭২ ------- ২৮৮)৬৭২(২ ৫৭৬ ------- ৯৬)২৮৮(৩ ২৮৮ ------- ০ :. ৬৭২ ও ৯৬০- এর গ. সা.গু = ৯৬ :. নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈঘ্য ৯৬ সে: মি. । :. লোহার পাতের টুকরার সংখ্যা `= (৬৭২)/(৯৬)` টি = ৭ টি এবং তামার পাতের টুকরার সংখ্যা `= (৯৬০)/(৯৬)` টি = ১০ টি :. সবচেয়ে বড় টুকরার দৈঘ্য ৯৬ সে: মি. এবং লোহা ও তামার পাতের টুকরা যথাক্রমে ৭ টি ও ১০ টি । (উত্তর) 

+ Report
Total Preview: 9259
akti lohar pat o akti tamar pater doighjjothacrme ৬৭২ she: mi. o ৯৬০ she: mi. . pat dutir theke kete neoya aki maper shobocheye boড় tukrar doighj koto hobe ? protekjpater tukrar shongkha nirony kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd