Question:চারটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ১৬, ২৪, ৩০ ও ৩৬
সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল ।
ক. ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়গুলো লেখ । ২
খ. কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় এ্কত্রে বাজবে ? ৪
গ. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ৪
১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে ? অনুশীলনী-১.৩
Answer ক. এখানে, `২৪ = ১ xx ২৪`
`= ২ xx ১২`
`= ৩ xx ৮`
` = ৪ xx ৬`
`৩৬ = ১ xx ৩৬`
`= ২ xx ১৮`
`= ৩ xx ১২`
`= ৪ xx ৯`
`= ৬ xx ৬`
২৪ এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪
৩৬ এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬
:. ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬, ১২ (উত্তর)
খ. এখানে, ১৬, ২৪, ৩০ ও ৩৬ এর ল. সা. গু যত হবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় । (সেকেন্ড)
২|১৬ ২৪ ৩০ ৩৬
------------------
২|৮, ১২, ১৫, ১৮
------------------
২|৪, ৬, ১৫, ৯
-------------------
৩|২, ৩, ১৫, ৯
----------------
২, ১, ৫, ৩
:. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৫ = ৭২০`
:. ৭২০ সেকেন্ডে বা ১২ মিনিট পর ঘন্টাগুলো পুণরায় একত্রে বাজবে ।
গ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০
তালিকার সংখ্যাগুলোর ল. সা. গু দিয়ে ভাগ করে সংখ্যাটি নির্ণয় করতে হবে ।
’খ’ হতে পাই, ল. সা. গু = ৭২০
এখন, ৭২০)১০০০০০(১৩৮
৭২০
------------
২৮০০
২১৬০
----------
৬৪০০
৫৭৬০
-----------
৬৪০
:. ১০০০০০ সংখ্যাটি ৭২০ দ্বারা বিভাজ্য নয় ।
অতএব বিভাজ্য সংখ্যাটি হবে (১০০০০০ - ৬৪০) বা ৯৯৩৬০
কিন্তু এটি পাঁচ অঙ্কের সংখ্যা ।
:. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি
= ১০০০০০ + (৭২০ - ৬৪০)
= ১০০০০০ + ৮০ = ১০০০৮০
সুতরাং ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে
যোগফল ১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তা হলো
(১০০০৮০ - ৫)
বা, ১০০০৭৫ (উত্তর)