Question:গুণ কর:
(ক)` ২ ৩/৫ xx ১ ৭/(১৩)`
(খ) `৪ ১/৩ xx (২৭)/(৩২) xx ৪ ৭/(২৬)`
(গ) `৯৯ ৩/৪ xx ২/(১৭) xx ৫/(১৯)`
Answer (ক) `২ ৩/৫ xx ১ ৭/১৩`
`= (১৩)/৫ (২০)/১৩` [অপ্রকৃত ভগ্নাংশের রুপান্তর কর]
`= ১৩/৫ ২০/১৩`
= ৪
:. নির্ণেয় গুণফল ৪ (উত্তর)
(খ)` ৪ ১/৩ xx (২৭)/(৩২) xx ৪ ৭/(২৬)`
`= (১৩)/৩ xx (২৭)/(৩২) xx (১১১)/(২৬)` [অপ্রকৃত ভগ্নাংশের রুপান্তর করে]
`= (১৩)/৩ xx (২৭)/(৩২) xx (১১১)/(২৬)`
`= (৯ xx ১১১)/(৩২ xx ২)`
`= (৯৯৯)/(৬৪)`
`= ১৫ (৩৯)/(৬৪)`
:. নির্ণেয় গুণফল `১৫ (৩৯)/(৬৪)`
(গ) `৯৯ ৩/৪ xx ২/১৭ xx ৫/(১৯)`
`= (৩৯৯)/৪ xx ২/১৭ xx ৫/(১৯)` [অপ্রকৃত ভগ্নাংশের রুপান্তর করে]
` = (৩৯৯)/৪ xx ২/(১৭) xx ৫/(১৯)`
`= (২১ xx ৫)/(২ xx ১৭)`
`= (১০৫)/(৩৪)`
`= ৩ ৩/(৩৪)`
:. নির্ণেয় গুণফল` ৩ ৩/(৩৪)` (উত্তর)
+ ExplanationNot Moderatedধাপ-১ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণতি করতে হবে ।
ধাপ-২ কাটাকাটি হলে কাটাকাটি করতে হবে ।
ধাপ-৩ লবগুলো গুণ করে লবে এবং হরগুলোকে গুণ করে হরে বসাতে হবে ।