Question:`২ ৩/৪, ৫ ৭/৮ ও (৯৬)/(১০)` তিনটি ভগ্নাংশ । ক. ৩য় ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রুপান্তর কর । 2 খ. প্রদত্ত মিশ্র ভগ্নাংশ এবং ’ক’ এ প্রাপ্ত ভগ্নাংশের হরগুলোর ইউক্লিডিয়া পদ্ধতিতে ল.সা.গু নির্ণয় কর । 4 গ. ’ক’ এ প্রাপ্ত ভগ্নাংশে এবং প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের উর্ধবক্রম অনুসারে সাজাও । 4 

Answer (ক) ৩য় ভগ্নাংশটি হলো` (৯৬)/(১০) = (৪৮)/৫` ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাশের রুপান্তর করে পাই, ৫)৪৮(৯ ৪৫ ---------- ৩ ` = ৯ ৩/৫` (উত্তর) (খ) মিশ্র ভগ্নাংশগুলো হলো` ২ ৩/৪, ৫ ৭/৮ বা, (১১)/৪, (৪৭)/৮` প্রদত্ত মিশ্র ভগ্নাংশ এবং ’ক’ এ প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো হল ৪, ৮, ১০ এখন ইউক্লিডীয় পদ্ধতিতে ল.সা.গু নির্ণয় : ২|৪, ৮, ১০ ------------ ২ | ২, ৪, ৫ --------- ১, ২, ৫ :. হরগুলোর ল.সা.গু = ২ ২ ২ ৫ = ৪০ (উত্তর) (গ) প্রদত্ত ভগ্নাংশগুলো` (১১)/৪, (৪৭)/৮, (৯৬)/(১০)` ` :. (১১)/৪ = (১১ ১০)/(৪ ১০)` `:. (১১০)/(৪০) ` [যেহেতু `৪০ -: ৪ = ১০]` `:. (৪৭)/৮ = (৪৭ ৫)/(৮ ৫) = (২৩৫)/(৪০)` [যেহেতু` ৪০ -: ৮ = ৫]` ` :. (৯৬)/(১০) = (৯৬ ৪)/(১০ ৪)` `= (৩৮৪)/(৪০)` [যেহেতু `৪০ -: ১০ = ৪]` সমহর বিশিষ্ট ভগ্নাংশ` (১১০)/(৪০), (২৩৫)/(৪০), (৩৮৪)/(৪০)` এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই, ` ১১০ < ২৩৫ < ৩৮৪` `:. (১১০)/(৪০) < (২৩৫)/(৪০) < (৩৮৪)/(৪০)` অর্থাৎ `(১১)/৪ < (৪৭)/৮ < (৯৬)/(১০)` :. মানের উর্ধবক্রম অনুসারে সাজিয়ে পাই, `(১১)/৪ < (৪৭)/৮ < (৯৬)/(১০)` (উত্তর) 

+ Report
Total Preview: 721
`২ ৩/৪, ৫ ৭/৮ o (৯৬)/(১০)` tinti bhgnangsho . ka. ৩y bhgnangshoke misro bhgnangshe rupantor kar . 2 kh. prodott misro bhgnangsho abong ’k’ a prapat bhgnangsher horogulor iuclidiya padhtite l.sha.gu nirony kar . 4 ga. ’k’ a prapat bhgnangshe abong prodott bhgnangshoguloke maner urodhbocrmo onushare shajao . 4
Copyright © 2024. Powered by Intellect Software Ltd