Question:৩২ মিটার দৈঘ্যের একটি ফিতার `৮ ৩/৪` মিটার সাদা রং` ১০ ১/৮` মিটার লাল রং এবং বাকি অংশ কালো । ক. সাদা ও লাল অংশের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে রুপান্তর কর । ২ খ. ফিতাটি লাল এবং সাদা অংশের মোট পরিমান নির্ণয় কর । ৪ গ. ফিতায় কালো অংশের পরিমাণ বের কর । ৪ 

Answer ক. ফিতাটি সাদা অংশের পরিমাণ `= ৮ ৩/৪` মিটার `= (৮ xx ৪ + ৩)/৪` মিটার `= (৩৫)/৪` মিটার একটি অপ্রকৃত ভগ্নাংশ । (উত্তর) লাল অংশের পরিমাণ` = ১০ ১/৮` মিটার `= (১০ xx ৮ + ১)/৮` মিটার `= (৮১)/৮` মিটার একটি অপ্রকৃত ভগ্নাংশ । (উত্তর) খ. ফিতাটির সাদা অংশের পরিমাণ` ৮ ৩/৪` মিটার বা `(৩৫)/৪` মিটার এবং ফিতাটির লাল অংশের পরিমাণ `১০ ১/৮` মিটার বা `(৮১)/৮` মিটার :. ফিতাটির সাদা ও লাল অংশের যোগফল `= ((৩৫)/৪ + (৮১)/৮)` মিটার `= ((৭০ + ৮১)/৮)` মিটার `= (১৫১)/৮` মিটার (উত্তর) গ. দেওয়া আছে, ফিতাটির দৈঘ্য ৩২ মিটার :. কালো অংশের পরিমাণ `= (৩২ - (১৫১)/৮)` মিটার [’খ’ হতে প্রাপ্ত] ` = ((২৫৬ - ১৫১)/৮)` মিটার `= (১০৫)/৮` মিটার `= ১৩ ১/৮` মিটার (উত্তর) 

+ Report
Total Preview: 1406
৩২ mitar doighjer akti fetar `৮ ৩/৪` mitar shada rong` ১০ ১/৮` mitar lal rong abong baki ongsho kalo . ka. shada o lal ongsher parimanke oprokrit bhgnangshe rupantor kar . ২ kh. fetati lal abong shada ongsher mot pariman nirony kar . ৪ ga. fetay kalo ongsher pariman ber kar . ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd