Question:একটি খাতার দাম x টাকা একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে, ক. 3টি খাতা ও 2 কলমের মোট দাম কত ? খ. 5টি খাতা ও 8 টি পেন্সিলের মোট দাম থেকে 10 টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর । গ. 3x - 2y + 5z দ্বারা কি বোঝায় ? y ও z এর সাংখ্যিক সহগ কত ? x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত ? 

Answer ক. 3 টি খাতার দাম 3x টাকা এবং 2 টি কলমের দাম 2y টাকা :. 3 টি খাতা ও 2 টি কলমের মোট দাম (3x + 2y) টাকা খ. 5 টি খাতার দাম 5x টাকা এবং 8 টি পেন্সিলের দাম 8z টাকা :. 5 টি খাতা ও 8 টি পেন্সিলের মোট দাম থেকে (5x + 8z) টাকা 10 টি কলমের দাম 10y টাকা খাতা ও পেন্সিলের মোট দাম থেকে 10 টি কলমের দাম বাদ দিলে হবে = (5x + 8z) - 10y টাকা = 5x + 8z - 10y টাকা :. বীজগণিতীয় রাশি = 5x + 8z - 10y গ. 3x হলো 3টি খাতার দাম 2y হলো 2 টি কলমের দাম এবং 5z হলো 5 টি পেন্সিলের দাম । 3x - 2y + 5z অর্থাৎ 3 টি খাতার দাম থেকে 2 টি কলমের দাম বিয়োগ করে বিয়োগফলের সাথে 5 টি পেন্সিলের দাম যোগ 3x - 2y + 5z এ y এর সাংখ্যিক সহগ - 2 এবং z এর সাংখ্যিক সহগ 5 3x - 2y + 5z রাশিতে x, y,ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে 3, - 2 ও 5 এদের গুণফল `= 3 xx (- 2) xx 5 = - 30 ` (Ans) 

+ Report
Total Preview: 6527
akti khatar damo x taka akti kalmer damo y taka abong akti penshিler damo z taka hole, ka. 3ti khata o 2 kalmer mot damo koto ? kh. 5ti khata o 8 ti penshিler mot damo theke 10 ti kalmer damo baddile koto hobe bijognitiy rashir madhjome prokasho kar . ga. 3x - 2y + 5z dara ki bozay ? y o z ar shangkhjik shohog koto ? x, y o z ar shangkhjik shohoggulor gunphol koto ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd