Question:প্রদত্ত রাশিমালা ( + 30) + (- 23) + (- 63) + (+ 55) ক. প্রদত্ত রাশিমালার ধনাত্নক এবং ঋণাত্নক পূর্ণসংখ্যাগেুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লেখ । ২ খ. প্রদত্ত রাশিমালার মান নির্ণয় কর এবং যোগাত্নক বিপরীত মান নির্ণয় কর । ৪ গ. দেখা যে, প্রদত্ত রাশিমালার প্রতিটি সংখ্যার যোগাত্নক বিপরীত নিয়ে নির্ণীত মান উক্ত রাশিমালার মানের যোগাত্নক বিপরীত । ৪ 

Answer ক. প্রদত্ত রাশিমালার ধনাত্নক এবং ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে পাই, (+ 30) + (- 23) + (- 63) + (+ 55) = (+ 30) + (+ 55) + (- 23) + (- 63) খ. প্রদত্ত রাশিমালার মান, (+ 30) + ( + 55) + ( - 23) + (- 63) [’ক’ হতে ] = (+ 85) + (- 86) = 85 - 86 = - 1 :. যোগাত্নক বিপরীত + 1 গ. প্রদত্ত রাশি মালার প্রতিটি সংখ্যার যোগাত্নক বিপরীত নিয়ে গঠিত রাশিমালা (- 30) + (+ 23) + ( + 63) + (- 55) = (- 30) + (- 55) + (+ 23) + (+ 63) = (- 85) + 86 = + 1 যা উক্ত রাশিমালার মান - 1 এর যোগাত্নক বিপরীত । 

+ Report
Total Preview: 759
prodott rashimala ( + 30) + (- 23) + (- 63) + (+ 55) ka. prodott rashimalar dhnattok abong rnattok paূronshongkhageুloke aktre pashapashi shagiye lekh . ২ kh. prodott rashimalar man nirony kar abong jogattok biparit man nirony kar . ৪ ga. dekha je, prodott rashimalar protiti shongkhar jogattok biparit niye nironit man ukto rashimalar maner jogattok biparit . ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd