Question:শক্তির অন্যতম উৎস কী?
Answer
শক্তির অন্যতম উৎস খনিজ তেল বা পেট্রোলিয়াম।
Question:শক্তির অন্যতম উৎস কী?
শক্তির অন্যতম উৎস খনিজ তেল বা পেট্রোলিয়াম।
Question:জলবিদ্যুৎ কী?
পানির প্রবাহ বা সোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ।
Question:শক্তির প্রচলিত উৎসসমূহের মধ্যে বেশিরভাগই অনবায়ন যোগ্য ব্যাখ্যা কর।
শক্তির প্রচলিত উৎসসমূহের অধিকাংশই হলো জীবাশ্মা জ্বালানি। এগুলো একবার ব্যবহার করে ফেললে তাপ ও কার্বন-ডাই-অক্সাইড রূপে পরিবেশে মিশে যায় এবং পুনরায় ফেরত আনা সম্ভব নয়। এ জ্বালানি গুলো দ্রুত ফুরিয়ে যায় এবং বারবার চক্রাকারে ব্যবহার করা যায় না বলে এগুলোকে অনবায়নযোগ্য বলা হয়। লক্ষ করি, দৈনন্দিন জীবনে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালনা হতে শুরু করে সর্বক্ষেত্রেই প্রধানত জীবাশ্মা জ্বালানি ব্যবহার করা হয়। সুতরাং শক্তির প্রচলিত উৎসমূহের বেশির ভাগিই অনবায়নযোগ্য।
Question:বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কি কখনো 100% বা এর চেয়ে বেশি হতে পারে? ব্যাখ্যা কর।
বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কখনোই 100% বা এর চেয়ে বেশি হতে পারে না। কারণ কোনো যন্ত্রে মোট যে শক্তি প্রদান করা হয় তার কিছু অংশই কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকি অংশ অন্যান্যভাবে ব্যয়িত হয়। তাই কর্মদক্ষতা কখনোই 1 হতে পারবে না। অর্থাৎ 100% বা এর চেয়ে বেশি হতে পারবে না।
Question:বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।