Question:কোথায় নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়?
Answer
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।
Question:কোথায় নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়?
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।
Question:কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্মা জ্বালানী বলা হয় কেন- ব্যাখ্যা কর।
জীবদেহের অর্থাৎ প্রাণীদেহ এবং উদ্ভিদদেহের অংশবিশেশ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাই এগুলোকে জীবাশ্মা জ্বালানি বলা হয়। এক্ষেত্রে মাটির পুরু স্তরের চাপ জনিত শক্তি এবং গলিত লাভা বা ম্যাগমার তাপশক্তি রূপান্তরিত হয়ে ঐ সকল জ্বালানি সমূহের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।
Question:ঋণাত্মক কাজ কাকে বলে?
যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে।
Question:কোনো বস্তুর বিভব শক্তি 50J বলতে কী বুঝায়?
কোনো বস্তুর বিভ শক্তি 50J বলতে বুঝায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি উপর থেকে নিচে নেমে আসতে 50J কাজ করতে পারে।
Question:ওজনহীনতা বলতে কি বুঝ?
কোনো ব্যক্তির ওপর যদি তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল ক্রিয়া না করে তবে ঐ ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করবেন। এরূপ অনুভূতিকে ওজনহীনতা বলে।