কাজ, ক্ষমতা ও শক্তি



  1. Question:পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? 

    Answer
    গাণিতিক হিসাব থেকে দেখানো যায় যে, ভূপৃষ্ঠে থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্ে র‌্যেণর মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ, বস্তুর ওজন শূন্য হবে।






    1. Report
  2. Question:শক্তি কাকে বলে? 

    Answer
    কোন ব্যক্তি, বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।






    1. Report
  3. Question:ওজন কী? 

    Answer
    কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।






    1. Report
  4. Question:ভর ও ওজনের দুইটি পার্থক্য লিখ। 

    Answer
    (ক) বস্তুর ভর: ভর হল বস্তুর ভেতরের মোট পদার্থের পরিমাণ।
    বস্তুর ওজন: ওজন হল বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল।
    (খ) বস্তুর ভর: বস্তুর ভর একটি ধ্রুব রাশি। এর কোনো পরিবর্তন হয় না।
    বস্তুর ওজন: বস্তুর ওজন স্থানভেদে পরিবর্তিত হয়।






    1. Report
  5. Question:ক্ষমতার একক ক? 

    Answer
    ক্ষিমতার একক ওয়াট।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd