স্থির তড়িৎ



  1. Question:কোনো বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কীভাবে আহিত করা যায় বর্ণনা কর। 

    Answer
    স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণে থাকে। তবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। দুটি বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হয়, তখন যার ইলেকট্রন আসক্তি বেশি তা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানে আহিত হয়।






    1. Report
  2. Question:তিড়িৎ আবেশ কী? 

    Answer
    একটি আহিত বস্তুকে কোনো পরিবাহকের নিকট রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।






    1. Report
  3. Question:আবেশি আধান ও আবিষ্ট আধান বলতে কী বোঝ? 

    Answer
    আহিত বস্তুর যে আধান তড়িৎ আবেশের মাধ্যমে পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশি আধান বলে।
    তড়িৎ আবেশের ফলে কোনো পরিবহাকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে।






    1. Report
  4. Question:কোনো বস্তুকে আবেশ পদ্ধতিতে কীভাবে আহিত করা যায় বর্ণনা কর। 

    Answer
    কোনো বস্তুকে আবেশ প্রক্রিয়ায় আহিত করা যায়।
    কোনো পরিবাহী AB কে ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য প্রথমে একটি ইবোনাইট দন্ডকে (R) ফ্লানেলের সাথে ঘষে একে ঋণাত্মক আধানে আহিত করতে হবে। এরপর একে পরিবাহীর A প্রান্তের নিকট ধরলে পরিবাহরেক মুক্ত ইলেকট্রনগুলো ইবোনাইট দন্ডের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়ে B প্রান্তে সরে যাবে। এখন ইবোনাইট দন্ডটিকে না সরিয়ে AB পরিবাহকটির B প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ-সংযোজিত করলে মুক্ত ইলেকট্রনগুলো ভূ-পৃষ্ঠে চলে যায়। এখন ভূ-সংযোগ বিচ্ছিন্ন করলে ধনাত্মক আধানগুলো A প্রান্তে আবদ্ধ থাকে। এবার R দন্ডটিকে সরিয়ে নিলে ধনাত্মক আধানগুলো বস্তুটির সর্বত্র ছড়িয়ে পড়বে, ফলে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হবে।
    AB পরিবাককে ঋণাত্মক আধানে আহিত করার জন্য একটি কাচদন্ডকে (R) রেশেমে ঘষে ধনাত্মক আধানে আহিত করে AB পরিবহাককের A প্রান্তের নিকটে ধরলে পরীক্ষণীয় দন্ডের মুক্ত ইলেকট্রনগুলো R দন্ডের ধনাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হয়ে A প্রান্তে সরে আসবে। ফলে B প্রান্তে ধনাত্মক আধানের সঞ্চার হবে। এখন R দন্ডটিকে না সরিয়ে AB পরিবাহকটির B প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ-সংযোজিত করলে ভূমি থেকে ইলেকট্রন এসে B প্রান্তের ধনাত্মক আধানকে নিস্ক্রিয় করে দিবে। এরপর ভূ-সংযোগ বিচ্ছিন্ন করলেও ঋণাত্মক আধানগুলো A প্রান্তে আবদ্ধ থাকবে। এবার R দন্ডটিকে সরিয়ে নিলে ঋণাত্মক আধানগুলো পরিবহাকের সর্বত্র ছড়িয়ে পড়বে। ফলে পরিবাহকটি ঋণাত্মক আধানে আহিত হবে।






    1. Report
  5. Question:একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে কীভাবে ধনাত্মক আধানে আহিত করা যায় বর্ণনা কর। 

    Answer
    একটি কাচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদন্ডে ধনাত্মক আধানের উদ্ভব হয়। ঐ আহিত কাচদন্ডকে তড়িৎবীক্ষণের চাকতি বা গোলকের গায়ে স্পর্শ করালে দন্ড হতে খানিকটা আধান চাকতিতে চলে যায়। এই আধান সুপরিবাহী ধাতব দন্ডের মধ্য দিয়ে সোনার পাতদ্বয়ে পৌঁছে। ফলে সোনার পাত দুইটি একই জাতীয় আধান পেয়ে বিকর্ষণের জন্য দূরে সরে যায়। এ অবস্থায় কাচদন্ড সরিয়ে নিলে যদি পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁক না কমে, তাহলে যন্ত্রটি ধনাত্মক আধানে আহিত হয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd