Question:বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে কিনা ব্যাখ্যা কর।
Answer বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে। আমরা জানি, বস্তুর বেগের মান বা দিক যেকোনো একটি পরিবর্তন হলেই ত্বরণ সৃষ্টি হয়। বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হচ্ছে। তাই এক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকে।
+ Report
brittakar pathe shushmo drutite ghূronayoman boshotur ttoron thake kina baakha karo.