Question:স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর। 

Answer বাহ্যিক বল প্রয়োগ ব্যতিরেকে স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার ধর্মকে স্থিতি জড়তা বলে। অপর দিকে, গতিশীল বস্তুর সুষম গতিতে একই দিকে চলতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলা হয়। সুতরাং স্থিতি জড়তা থাকে স্থির বস্তুসমূহের এবং গতি জড়তা থাকে গতিশীল বস্তুসমূহে। 

+ Report
Total Preview: 2792
shothiti jaড়ta abong gati jaড়tar modhjokar parothokjo- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd