Question:ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? 

Answer যখন দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযু্ক্ত হয়, অর্থাৎ প্রয়োগবিন্দু একই হয়, তখন সাম্য প্রতিষ্ঠা করতে পারে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সব সময় দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে, কখনই একই বস্তুর ওপর ক্রিয়া করে না। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। 

+ Report
Total Preview: 1860
kriya o protikriya shoman o biparitmukhi hooya shotttoেo shamojprotishtha karote pare na ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd