Question:মহাকর্ষ বল িএকটি অস্পর্শ বল বুঝিয়ে লিখ। 

Answer দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই বলের জন্যে স্পর্শের প্রয়োজন হয় না। যেমন সৌরজগতের গ্রহগুলো স্পর্শ ছাড়া সুর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই মসহাকর্ষ বল অস্পর্শ বল। 

+ Report
Total Preview: 933
mohakrosh bol িakti oshoparsho bol buziye likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd