Question:গাড়ীর টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? 

Answer আমরা জানি ঘর্ষণের কারণে গাড়ী রাস্তায় চলে। গাড়ীর টায়ারের রাবারের উপর বিভিন্ন নকশার খাঁজ গুলো থাকার ফলে টায়ারের পৃষ্ঠ উচু নীচু হয় ফলে টায়ারের সাথে রাস্তার গর্ষণ বৃদ্ধি পায়। এতে চলতে সুবিধা হয়। অন্যথায় টায়ারের মসৃন হলে ভেজা বা পিচ্ছিল রাস্তায় ঘর্ষণ এত কমে যেত যে গাড়ী পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। 

+ Report
Total Preview: 1199
gaড়ীr tayarer prishthে khaঁjo kata thake ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd