Question:স্থির অবস্থায় একটি বইয়ের সাম্য বল বুঝিয়ে লিখ। 

Answer একটি বই টেবিলের উপর স্থির থাকলেও বইটির উপর খাড়া নিচের দিকে ওজন বল কাজ করছে এবং নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী টেবিল বইটির উপর সমপরিমাণ উর্ধ্বমুখী বল F প্রয়োগ করছে। এই বল দুটির মান সমান ও বিপরীতমুখী হওয়ায় প্রযুক্ত লব্ধি বলে মান শূন্য। অর্থাৎ বইটির ওপর সাম্য বল ক্রিয়া করছে। কারণ- আমরা জানি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে সাম্যবল বলে। 

+ Report
Total Preview: 806
shothir oboshothay akti boiyer shamojbol buziye likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd