Question:নিউটনের গতি দ্বিতীয় সূত্র ব্যাখ্যা কর। 

Answer নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো- “বস্তুর ভর বেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ও সেদিকে ঘটে।” ধরা যাক, m ভরবিশিষ্ট একটি বস্তু u আদিবেগে চলছে। এখন F ধ্রুবক বল বস্তুর উপর t সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করায় এর বেগ u হতে পরিবর্তিত হয়ে v হলো। এক্ষেত্রে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার = `(mv-mu)/v=m((v-u)/t)=ma সুতরাং নিউটনের গতি দ্বিতীয় সূত্রানুসারে `ma prop F` বা ma = kF; এখানে k-একটি সমানুপাতি ধ্রুবক। 

+ Report
Total Preview: 4598
niutner gati dobitiy shoূtro baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd