Question:প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বলসমূহের তীব্রতার তুলনা কর। 

Answer প্রকৃতিতে বিদ্যমান চার প্রকার মৌলিক বল হলো মহাকর্ষ বল, তাড়িত চৌম্বকবল, দুর্বল নিউক্লীয় বল ও সরল নিউ্ক্লীয় বল। এর মধ্যে দুর্বলতম বল হলো মহাকর্ষ বল। তাড়িতচৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় তীব্রতর। এর চেয়ে বেশি তীব্র হলো দুর্বল নিউক্লীয় বল। এবং সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হলো সবল নিউক্লীয় বল। অর্থাৎ মহাকর্ষ বল< তাড়িচৌম্বক বল< দুর্বল নিউক্লীয় বল< সবল নিউক্লীয় বল। 

+ Report
Total Preview: 904
prokritite bidojoman moৌlik bolshomuher tibrtar tulna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd