Question:হাটার সময় কোন গতিসূত্র মেনে চলে- ব্যাখ্যা কর। 

Answer মাটির উপর হাটার সময় নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। আমরা যাখন, মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করে। এ বল হলো ক্রিয়া বল। তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলের প্রভাবে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই। 

+ Report
Total Preview: 804
hatar shomoy kon gatishoূtro mene chle- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd