Question:গর্ষণ একটি প্রয়োজনী যউপদ্রব- এর স্বপক্ষে যুক্তি দাও। 

Answer ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। যদি ঘর্ষণ না থাকত তা হলে বস্তুর কোনো গতিই আর শেষ হতো না, বিরামহীনভাবে চলতে থাকতো। ঘর্ষণ আছে বলেই দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে থাকে। ঘর্ষণের কারণেই পাকা দালান ও বাড়ি-ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। ঘর্ষণের ফলে কাগজে পেনিসলি বা কলম দিয়ে লিখতে পারছি। আমাদের জুতা এবং মাটির মধ্যে সৃষ।ট ঘর্ষণের কারণে আমরা হাঁটা-চলা করতে পারি। ঘর্ষণের কারণে আমরা প্রয়োজন অনুযায়ী গাড়ির গতির দিক পরিবর্তন করতে পারি। বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে মাটিতে নামা সম্ভব হয়েছে। তাই আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও এটি অতীব প্রয়োজনীয় বটে। 

+ Report
Total Preview: 1571
groshn akti proyojone joupadrabo- ar shobopakkhe jukti dao.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd