Question:’বল বেয়ারিং একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার’ ব্যাখ্যা কর। 

Answer বল বেয়ারিং- এর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে আরো কমানো সম্ভবপর হয়েছে। বল-বেয়অরিং হলো ক্ষুদ্র, মসৃণ ধাতব বল। এগুলো সাধারণত ইস্পাতের তৈরি। বল বেয়ারিং কোনো যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো থাকে। বল বেয়অরিংগুলোর ঘূর্ণনের ফলে যন্ত্রের গতিশীল অংশগুলোর পরস্পরের সঙ্গে সরাসরি ঘর্ষণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ তলগুলো একটি অপরটির উপর দিয়ে পিছলানোর পরিবর্তে গড়িয়ে যায় এবং ঘর্ষণ কমে যায়। 

+ Report
Total Preview: 1104
’bol beyaring akti guruttopaূron abishkaro’ baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd