Question:তরলের প্রকৃত প্রসারণ ও আপত প্রসারণের মধ্যকার সম্পর্ক নির্ধারণ কর। 

Answer তরলের প্রকৃত প্রসারণ ও আপত প্রসারণের মধ্যকার সম্পর্ক হলো: প্রকৃত প্রসারণ = আপত প্রসারণ + পাত্রার প্রসারণ। কোনো পাত্রে কিছু তরল পদার্থ নিয়ে তাতে তাপ প্রয়োগ করলে পাত্রটি প্রথমে তাপ গ্রহণ করে এবং প্রসারিত হয়। তাপ প্রয়োগ অব্যাহত রাখলে তরল প্রাথমিক উচ্চতা ছাড়িয়ে উপরে ওঠে। এ অবস্থায় তরলের প্রসারণ মনে হবে তরলের প্রাথমিক উচ্চতার উপরের অংশটুকু। কিন্তু প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণের পর তরল যখন নিচে নামতে থাকে সেই উচ্চতা থেকে তরলের প্রসারণের ফলে তৈরি হওয়া সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত অর্থাৎ, তরলের প্রকৃত প্রসারণ `DeltaVr` তরলের আপত প্রসারণ `DeltaV_a` এবং পাত্রের প্রসারণ `DeltaV_g` হলে, `DeltaV_r` = `DeltaV_a`+`DeltaV_g` 

+ Report
Total Preview: 4452
troler prokrit prosharon o apat prosharoner modhjokar shomoparok nirodharon karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd