Question:দুই টুকরা বরফকে একসাথে চেপে ধরলে জোড়া লেগে যায় কেন? ব্যাখ্যা কর। 

Answer গণনাঙ্কের উপর চাপের প্রভাবে বরফ টুকরা দুটি চেপে ধরলে জোড়া লেগে যায়। যখন বরফ টুকরো দুটির ওপর চাপ দেওয়া হয় তখন এদের সংযোগস্থলের গলনাঙ্ক `0^0C` এর নিচে নেমে আসে। কিন্তু সংযোগস্থলের তাপমাত্রা `0^0C` থাকায় ঐ জায়গার বরফ গলে যায়। আবার চাপ অপসারণ করা হলে গলনাঙ্ক আবার `0^0C` তাপমাত্রায় চলে আসে। ফলে সংযোগস্থলের বরফগলা পানি জমাট বেধে টুকরো দুটিকে জোড়া লাগিয়ে দেয়। 

+ Report
Total Preview: 5369
dui tukra borophoke akshathe chepe dhrole joড়a lege jay ken? baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd