Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
Answer কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা ঐ বস্তুর দুইটি বিষয়ের ওপর নিভর করে, যথা- বস্তুটির উপাদান ও বস্তুর ভর। যেহেতু যে কোনো বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে একই পরিমাণ তাপের প্রয়োজন হয় না তাই ভিন্ন ভিন্ন বস্তুর উপাদান ও ভর ভিন্ন হলে তাদের তাপধারণ ক্ষমতা ভিন্ন হবে।
+ Report
kono boshotur tapadharon khmota kon kon bishyer upar nirvr kare?