Question:তাপ ও তাপমাত্রার মধ্যে ২টি পার্থক্য নির্ণয় কর। 

Answer ক) তাপ: তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। তাপমাত্রা: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। খ) তাপ: তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না। তাপমাত্রা: তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। 

+ Report
Total Preview: 4075
tap o tapamatrar modhe ২ti parothokjnirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd