Question:তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে ২টি পার্থক্য লিখ। 

Answer তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের পার্থক্য নিম্নরূপ: ক) তাপ ধারণ ক্ষমতা: কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আপেক্ষিক তাপ: 1Kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। খ) তাপ ধারণ ক্ষমতা: তাপধারণ ক্ষমতার একক `JK^(-1)`। আপেক্ষিক তাপ: আপেক্ষিক তাপের একক `Jkg^1K^(-1)`। 

+ Report
Total Preview: 6368
tap dharon khmota abong apekhik taper modhe ২ti parothokjlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd