Question:তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় কেন?
Answer তরল পদার্থকে কোনো না কোনো পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হয়। ফলে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তরলের সাথে সাথে পাত্র প্রসারিত হয়। পাত্রের এ প্রসারণের ফলে তরলের প্রকৃত প্রসারণ সহজে বোঝায় যায় না। তাই তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয়।
+ Report
troler prosharoner kkhetre patrer prosharon bibechna kara hoy ken?