Question:পুরু কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? 

Answer পুরু কাচের গ্লাসের গরম পানি ঢালার ফলে ঐ গ্লাসের ভিতরের অংশ গরম পানির সংস্পর্শে প্রসারিত হয়, কিন্তু কাচ তাপের কুপরিবাহক বলে ঐ তাপ বাইরের অংশে সঞ্চারিত হতে পারে না। তাই ভিতরের অংশ প্রসারিত হলেও বাইরের অংশ প্রসারিত হতে পারে না এবং এতে প্রসারণ বলের জন্য কাচ ফেঁটে যায়। 

+ Report
Total Preview: 2403
puru kacher glashe garomo pani ঢalle glashoti phete jay ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd