Question:দুটি বরফখন্ডকে একত্রে ধরে চাপ দিয়ে চাপ অপসারণ করলে জোড়া লেগে যায় কেন?
Answer দুটি বরফখন্ডকে একত্রে চাপ দিলে এদের মধ্যবর্তী অঞ্চলের গলনাঙ্ক হ্রাস পায়। ফলে একই তাপমাত্রায় সেখানকার বরফ গলতে থাকে। চাপ অপসারণ করলে আবার গলনাঙ্ক বৃদ্ধি পায় এবং এর ফলে মধ্যবর্তী পানি জমে বরফ হয়ে যায় এবং বরফ খন্ড দুটি জোড়া লাগে।
+ Report
duti borophokhndoke aktre dhre chap diye chap opasharon karole joড়a lege jay ken?