Question:পানির উচ্চ আপেক্ষিক তাপের সুবিধা ব্যাখ্যা কর। 

Answer পানির আপেক্ষিক তাপ খুব বেশি হওয়ার কারণে স্থলভাগে বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রার পরিবর্তনের তুলনায় দ্বীপ অঞ্চলের তাপমাত্রার পরিবর্তন খুব কম হয়। একারণে শীত ও গ্রীষ্মের সময় মধ্য এশিয়ায় তাপমাত্রার পার্থক্য যত হয়, দ্বীপ অঞ্চলে পার্থক্য তার চেয়ে অনেক কম হয়। পানির উচ্চ আপেক্ষিক তাপের কারণে শীতলীকারক হিসেবে পানি বহুল ব্যবহৃত হয়। 

+ Report
Total Preview: 987
panir uchch apekhik taper shubidha baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd