Question:খড়ের ছাদযুক্ত ঘর গরমকালে ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা কর।
Answer খড় তাপের কুপরিবাহক, এছাড়া ছাদ খড়ের তৈরী হলে খড়ের মাঝে মাঝে অনেক ফাঁক থাকে যাতে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের পরিবাহক বলে গরমের দিনে বাইরের তাপমাত্রা বেশি হলেও ছাদের মধ্য দিয়ে তাপ ভিতরে আসতে পারে না বলে ঘর ঠান্ডা মনে হয়। আবার শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ভিতরের তাপ বাইরে যেতে পারে না বলে গরম মনে হয়।
+ Report
khড়েr chadojukto ghr garomokale thanda thakar karon baakha karo.