Question:তামার আয়তন প্রসারণ সহগ `50.1xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ?
Answer `1m^3` আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে আয়তন কতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। তামার আয়তন প্রসারণ সহগ `50.1xx10^(-6)K^(-1)` বলতে বুঝায়, `1m^3` আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন `50.1xx10^(-6)m(2)` বৃদ্ধি পাবে।
+ Report
tamar ayotn prosharon shohog `50.1xx10^(-6)K^(-1)` bolte ki boঝ?