Question:গলনাঙ্কেরর উপর চাপের প্রভাব বর্ণনা কর। 

Answer পদার্থের ওপর চাপের হ্রাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্কের পরিবর্তন দুই ভাগে হতে পারে। যেমন, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায়, তাপ বাড়লে তাদের গলনাঙ্কত কমে যায় অর্থাৎ কম তাপমাত্রায় গলে। অপর দিকে, কঠিন থেকে করলে রূপান্তরের সময় যে সব পদার্থের আয়তন বেড়ে যায়, চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায় অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। 

+ Report
Total Preview: 1039
glnankoেror upar chaper provabo boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd