Question:বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি কেন?
Answer বায়ু অপেক্ষা পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে শব্দের বেগ বেশি। আমরা জানি, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন এবং বায়ুর তুলনায় পানির স্থিতিস্থাপকতা ধর্ম অনেক বেশি। তাই একই কম্পাঙ্কের শব্দ যখন বায়ু ও পানির মধ্য দিয়ে গমন করে, তখন বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তর মানের হয়। তাই `v = flambda` সূত্রানুসারে কম্পাঙ্ক (f) ধ্রুব থাকায় বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হয়।
+ Report
bayoু opekha panite shobder beg beshi ken?