Question:সব প্রতিফলিত শব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে? ব্যাখ্যা কর।
Answer সব প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না। কোনো শ্বদ শোনার পর সেই শব্দের রেশ প্রায় 1/10 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। ফলে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে উৎস থেকে এমন দূরত্বে রাখতে হবে যেন মূল শ্বদ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 1/10 সেকেন্ড সময় নেয়। 0.1 সেকেন্ডের কম সময়ে আগত প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না বলে সব প্রতিফলিত শ্বদ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না।
+ Report
shobo protipholit shobdh ki protidhboni shishti karote pare? baakha karo.