Question:শূন্য মাধ্যমে শব্দ অগ্রসর হতে পারে না- ব্যাখ্যা কর।
Answer শূন্য মাধ্যমে কোনো কম্পন হয় না বলে এ মাধ্যমে শব্দ অগ্রস হতে পারে না। আমরা জানি, শব্দের উৎপত্তি হয় বস্তুর কম্পনের ফলে। শব্দ শোনার জন্য বস্তুর কম্পনকে আমাদের কানে পৌঁছাতে হবে। সুতরাং শব্দের উৎস ও কানের মাঝে একটি জড় স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, যার কণাগুলো পর্যায়ক্রমে কম্পিত হয়ে উৎসের কম্পন সামনের দিকে এগিয়ে দিবে। শূন্য মাধ্যমে উৎসের কম্পন কোনো আন্দোলন সৃষ্টি করতে পারে না। এ কারণে শূন্য মাধ্যমে শব্দ অগ্রসর হতে পারে না।
+ Report
shunno madhjome shobdh ogrshor hote pare na- baakha karo.