Question:হ্রস্বদৃষ্টি কী ধরনের ত্রুটি- ব্যাখ্যা কর। 

Answer হ্রস্বদৃষ্টি ত্রুটিগ্রস্থ চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। এমন কি এই দূরত্ব চোখের নিকট বিন্দু 25 cm এরও কম হয়। সুতরাং চোখের নিকটবিন্দু 25cm এর কম হলে হ্রস্বদৃষ্টি ত্রুটিসম্পন্ন বলে ধরে নেওয়া হয়। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ, অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। 

+ Report
Total Preview: 776
hrshobodrishti ki dhroner truti- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd