বল



  1. Question:প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বলসমূহের তীব্রতার তুলনা কর। 

    Answer
    প্রকৃতিতে বিদ্যমান চার প্রকার মৌলিক বল হলো মহাকর্ষ বল, তাড়িত চৌম্বকবল, দুর্বল নিউক্লীয় বল ও সরল নিউ্ক্লীয় বল। এর মধ্যে দুর্বলতম বল হলো মহাকর্ষ বল। তাড়িতচৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় তীব্রতর। এর চেয়ে বেশি তীব্র হলো দুর্বল নিউক্লীয় বল। এবং সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হলো সবল নিউক্লীয় বল। অর্থাৎ মহাকর্ষ বল< তাড়িচৌম্বক বল< দুর্বল নিউক্লীয় বল< সবল নিউক্লীয় বল।






    1. Report
  2. Question:হাটার সময় কোন গতিসূত্র মেনে চলে- ব্যাখ্যা কর। 

    Answer
    মাটির উপর  হাটার সময় নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। আমরা যাখন, মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করে। এ বল হলো ক্রিয়া বল। তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলের প্রভাবে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই।






    1. Report
  3. Question:নিউটনের প্রথম সূত্র থেকে কয়টি বিষয়ে ধারণা পাওয়া যায়? 

    Answer
    নিউটরেন প্রথম সূত্র থেরেক দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়।






    1. Report
  4. Question:জড়তা কাকে বলে? জড়তা কয় প্রকার? 

    Answer
    বস্তু গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার। যথা- ক. গতি জড়তা ও খ. স্থিতি জড়তা।






    1. Report
  5. Question:বল কাকে বলে? 

    Answer
    যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd