Question:প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পাখ্যক্য লেখ। 

Answer প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পাখ্যক্য দেওয়া হলো: প্রাকৃতিক পরিবেশ: ১. প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে এ পরিবেশ গঠিত। ২. মানুষের তৈরি পরিবেশের ওপর এটি নির্ভর করেনা। ৩. এ পরিবেশের উপাদান হলো মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদি। মানুষের তৈরি পরিবেশ : ১. মানুষের তৈরি উপাদান নিয়ে এ পরিবেশ গঠিত। ২. প্রাকৃতিক পরিবেশের ওপর এটি নির্ভর করে। ৩. এ পরিবেশের উপাদান হলো ঘরবাড়ি, চেয়ার-টেবিল ইত্যাদি। 

+ Report
Total Preview: 15622
prakritik abong manusher toiri paribesher modhe tinti pakhjokjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd