Question:পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এ ভাগ দুটির নাম লেখ। রাস্তাঘাট ও নদী দুটি ভিন্ন পরিবেশের উপাদান। এ দুটি উপাদানের ৩টি পার্থক্য লিখ।
Answer পরিবেশের উপাদানগুলোর দুটি ভাগ হলো- প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। রাস্তাঘাট ও নদী হলো পরিবেশের দুটি ভিন্ন উপাদান। এদের মধ্যে ৩টি পার্থক্য হলো- রাস্তাঘাট: ১. এটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। ২. এটি মানুষ তৈরি করতে পারে। ৩. এই উপাদানটি তৈরিতে মানুষের ভূমিকা বেশি। নদী: ১. এটি প্র্রাকৃতিক পরিবেশের উপাদান। ২. এটি মানুষ তৈরি করতে পারে না। ৩. এই উপাদানটি তৈরিতে মানুষের কোনো ভূমিকা নেই।
+ Report
paribesher upadanguloke amora dui vage vag karote pari. a vag dutir namo lekh. rathaghat o ndi duti venno paribesher upadan. a duti upadaner ৩ti parothokjlikh.