Question:মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? 

Answer মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। যেমন- বেঁচে থাকার জন্যে মানুষকে খাবার খেতে হয়। চাল, গম, শাকসবজি, ফল প্রভৃতি খাবার আসে উদ্ভিদ থেকে। মানুষের পোষাক আসে তুলা নামক উদ্ভিদ থেকে। লেখার কাগজ তৈরির জন্যে উদ্ভিদ ব্যবহার করা হয়। ঘরবাড়ি এবং আসবাবপত্র তৈরি হয় কাঠ ও বাঁশ থেকে। 

+ Report
Total Preview: 14825
manush kivabe udoveder upar nirvroshil?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd